দীর্ঘ প্রতীক্ষার অবসান। বিশ্বজুড়ে চলছে অতিমারি করোনার টিকাকরণ৷ মানবদেহের করোনাভাইরাসের টিকা আবিষ্কারের পাশাপাশি এবার প্রথম প্রাণিদেহে ব্যবহারের জন্য করোনার টিকা নিয়ে এল রাশিয়া। নানা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিজের যোগ্যতা অর্জন করেছে ওই টিকা। টিকাটির নাম ‘কারনিভ্যাক-কোভ’৷ এপ্রিল মাসের গোড়া থেকেই কারনিভ্যাক-কোভ টিকার বাণিজ্যিক উৎপাদন শুরু করবে রাশিয়া। এটি প্রাণিদেহে অ্যান্টিবডি তৈরি করতে একশো ভাগ সক্ষম।