এবার ওয়াই–ফাই পরিষেবা ট্রামে

জেনারেশন ওয়াই–এর আমলে ধুঁকছে কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম। এই প্রজন্মের অনেকেই ট্রাম বিমুখ। তাঁদের ট্রামের প্রতি আকর্ষণ বাড়াতে আরও এক পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। যাঁরা কখনও ট্রাম চড়েনি তাঁরাও এবার আগ্রহ প্রকাশ করবেন ট্রামে ওঠার।

ট্রাম যাত্রাকে আকর্ষণীয় করে তুলতে ওয়াইফাই পরিষেবার সূচনা করা হল। এর আগে রাজ্য পরিবহণ দফতরের অধীনে থাকা ডব্লুবিটিসি বিভিন্ন ভাবে ট্রামকে সাজিয়েছে। ট্রামের মধ্যে তৈরি হয়েছে রেস্টুরেন্ট এমনকি লাইব্রেরীও। ৩১ জানুয়ারি থেকে এই পরিষেবা পাওয়া যাবে বলে জানিয়েছে ট্রাম কর্তৃপক্ষ। নববর্ষের এক উপহার পল কলকাতাবাসী।

ট্রামে উঠে টিকিট কাটার পরই সেখানে মিলবে একটি কিউআর কোড। স্মার্ট ফোনে সেই কিউআর কোডে স্ক্যান করে নির্দিষ্ট পাসওয়ার্ডের মাধ্যমে মিলবে ওয়াই–ফাই পরিষেবা। প্রযুক্তিগত এই কাজটি করবে সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল। এর মাধ্যমে ঐতিহ্যবাহী ট্রাম তার পুরনো জৌলুস ফিরে পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *