সারদা-কেলেঙ্কারির তদন্তে তৎপর সিবিআই-ইডি সহ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। এবার সারদা মামলায় রাজ্যসভার প্রাক্তন সাংসদ আহমেদ হাসান ইমরানকে তলব করল ইডি৷ আগামী সপ্তাহে তাঁকে ইডি দফতরে আসার জন্য সমন দেওয়া হয়েছে। ২০১০ সালে আজাদ হিন্দ এবং ২০১২ সালে কলম নামে দুটি পত্রিকারই সম্পাদক ছিলেন আহমেদ হাসান ইমরান।
একের পর এক তলব ইডির
