একাধিক রাজ্যে ফের লকডাউনের প্রস্তুতি

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্তের নতুন ২৯০৮৯টি মামলা সামনে এসেছে ৷ এখনও পর্যন্ত একদিনে এটাই সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা ৷ এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৮৭৯৪৪৭ হয়ে গিয়েছে৷ দেশে যে ভাবে করোনা ছড়াচ্ছে এবং আক্রান্তের সংখ্যা বাড়ছে, আগামী দিনে বেশ কিছু শহরে ফের লকডাউন জারি করা হতে পারে বলে মনে করা হচ্ছে ৷

উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ প্রত্যেক সপ্তাহে ৫৫ ঘণ্টা লকডাউনের নির্দেশ জারি করেছে ৷ তামিলনাড়ুতে রবিবার রাজ্যে লকডাউন করার সিদ্ধান্তে নেওয়া হয়েছে ৷ এর জেরে বেঙ্গালুরুতে ১৪ জুলাই থেকে ৭ দিন লকডাউন ঘোষণা করেছে সরকার ৷ একই ভাবে বিহার, অসম, অরুণাচল প্রদেশে করোনার পরিস্থিতি দেখে নির্দিষ্ট কিছু এলাকায় লকডাউন জারি করা হয়েছে ৷

দেশের মধ্যে মহারাষ্ট্রে করোনা পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ ৷ এর জেরেই পুণেতে ২৩ জুলাই পর্যন্ত সম্পূর্ণ লকডাউন চলবে ৷ সরকারের তরফে আরও জানানো হয়েছে মুম্বইয়ের আশপাশের এলাকাতেও কিছুদিনের জন্য লকডাউন করা হবে ৷ এই সিদ্ধান্ত করোনা সংক্রমণ আটকাতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *