একশোদিনের কাজে দুর্নীতি ডেপুটেশন দিল বাম-কংগ্রেস

একশোদিনের কাজে দুর্নীতি,অনিয়ম, প্রধানমন্ত্রী আবাস যোজনায় বঞ্চিত যোগ্যদের নাম সংযোজন সহ একাধিক দাবি জানিয়ে এদিন উত্তরদিনাজপুর জেলার কালিয়াগঞ্জ প্রধানকে ডেপুটেশন দিল বাম-কংগ্রেসের কর্মীসমর্থকরা।

জানা গেছে , মঙ্গলবার সাহেবঘাটা বাজার এলাকায় জমায়েত শেষে মিছিল করে শুরু হয় জোটের এই ডেপুটেশন কর্মসূচী। অঞ্চল কংগ্রেস সভাপতি সঞ্জয় রায়, সিপিএমের মালগাঁ শাখা সম্পাদক হায়দর আলী ও সাহেবঘাটা শাখা সম্পাদক জিয়ারুল হকের নেতৃত্বে এই মিছিলে এলাকার জোট কর্মীদের সঙ্গে অংশ নিয়েছিলেন কালিয়াগঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি সুজিত দত্ত, যুব কংগ্রেসের গিরিধারী প্রামাণিক ও সৌম্য দত্ত এবং সিপিএমের জেলা নেতা ভারতেন্দ্র চৌধুরী ও কালিয়াগঞ্জ দক্ষিণ লোকাল সম্পাদক দেবাশীষ পাট্টাদার প্রমুখ।

এদিন মিছিল শেষে মালগাঁ গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে জমায়েত করে দাবিদাওয়া নিয়ে বক্তব্য রাখেন বাম-কংগ্রেস জোট নেতৃত্ব। এর মাঝে জোটের এক প্রতিনিধিদল সাক্ষাৎ করেন মালগাঁ পঞ্চায়েতের বিজেপি প্রধান কলাবতি রায়ের সঙ্গে। ১৪ দফা দাবিপত্র পেশ করে আলোচনায় বসে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের আবেদন রাখেন জোট নেতৃত্ব। এদিন শান্তিপূর্ণ ডেপুটেশন শেষে জোটের তরফে কালিয়াগঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি সুজিত দত্ত জানান এই পঞ্চায়েতে আইন মেনে ১০০ দিনের কাজ হচ্ছে না। আবেদন করেও সকলে ১০০ দিন কাজ পাচ্ছেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *