শুক্রবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে রেওয়া সোলার প্লান্টের উদ্বোধন করেন। ইতিমধ্যেই জানানো হয়েছে প্রতি বছর প্রায় ১৫ লক্ষ টন কার্বন-ডাই অক্সাইডের নির্গমন কমাবে এই প্লান্ট। এশিয়ার বৃহত্তম ৭৫০-মেগাওয়াটের এই সৌর প্রকল্পের উদ্বোধনে মোদী বলেন, সোলার পাওয়ার সুরক্ষিত, নিশ্চিত ও খাঁটি।
এদিন প্রধানমন্ত্রী বলেন, “সৌর শক্তি কেবল আজ নয়, একবিংশ শতাব্দীতে শক্তির প্রধান মাধ্যম হতে চলেছে। কারণ সৌর শক্তি নিশ্চিত, শুদ্ধ ও সুরক্ষিত।” তিনি বলেন সৌর প্রকল্পের কেন্দ্রটি এই দশকে পুরো অঞ্চলটিকে শক্তির একটি বৃহৎ কেন্দ্র হিসাবে গড়ে তুলতে সহায়তা করবে।
মূলত, রেওয়া বলতে সাদা বাঘ ও নর্মদাকে বোঝায়। কিন্তু আজ থেকে এশিয়ার বৃহত্তম সৌর শক্তি প্রকল্পের নামও এই নামে যুক্ত হল।