একদিনের জটিকসফরে শিলিগুড়ি আসলেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। আগামী বিধানসভা ভোটের আগে জেপির রাজ্যে আগমন বার্তায় উচ্ছসিত উত্তরের বিজেপি নেতাকর্মীরা। জানা গেছে , সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এদিন সকাল বেলা এগারটা নাগাদ বাগডোগরা বিমানবন্দরে নামেন। তাঁকে স্বাগত জানাতে বিশাল সংখ্যক কর্মীসমর্থক এদিন বিমানবন্দরের বাইরে অপেক্ষা করেন। বিমানবন্দর থেকে তিনি শিলিগুড়ি সালুগারা চেকপোস্টের কাছে একটি হোটেলে বসে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন তিনি। বৈঠকে যাওয়ার আগে পথে পঞ্চানন মোড়ে পঞ্চানন বর্মার প্রতিকৃতিতে মাল্যদান করেন এবং আনন্দময়ী কালীবাড়িতে পুজো দেন। এরপর সোজা বৈঠকে চলে যান।
সূত্রের খবর আসন্ন বিধানসভা ভোটে উত্তরবঙ্গের প্রতি বিশেষ নজর দিতে এবং ভোটকৌশল ঠিক করতে জেপি নাড্ডা শিলিগুড়িতে আসেন। এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যবেক্ষক অরবিন্দ মেনন, কিশোর বর্মন, রথিন বোস, উত্তরের সব সাংসদ, জেলার সভাপতি-সম্পাদকরা।