একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন পর্যটনমন্ত্রী গৌতম দেব

ভোটের আগে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন পর্যটনমন্ত্রী গৌতম দেব। জানা গেছে এদিন শিলিগুড়ি তরাই তারাপদ বিদ্যালয়ের সীমানা প্রাচীর , শহরের বেশ কয়েকটি ওয়ার্ডের রাস্তা সংস্কার, ড্রেন, নিকাশি ব্যবস্থা সহ একগুচ্ছ প্রকল্পের সূচনা করেন মন্ত্রী। এর জন্য শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি প্রায় ১১ কোটি টাকা বরাদ্দ করেছে। এসজেডিএর চেয়ারম্যান বিজয়চন্দ্র বর্মন জানান শিলিগুড়ি পুরনিগমের ২৭, ১৩ নম্বর ওয়ার্ডে মাস্টিক রোড, ১৭ নম্বর ওয়ার্ডে হাই ড্রেন, ১৪ নম্বর ওয়ার্ডে সারদামুনি রোড থেকে বাস্তুহারা কালিবাড়ি পর্যন্ত ড্রেন, ক্ষুদিরাম পল্লীতে টয়লেট ব্লক, এছাড়াও বিধান মার্কেটে বিধান চন্দ্র রায়ের ২০ ফুটের পূর্ণবায়ব মূর্তির শিলান্যাস করা হয়।

এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী গৌতম দেব, SJDA-র চেয়ারম্যান বিজয় চন্দ্র বর্মণ, ভাইস চেয়ারম্যান নান্টু পাল, দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি রঞ্জন সরকার। সাংবাদিকদের মুখোমুখি হয়ে গৌতম দেব বলেন, সারা বছর মানুষের সঙ্গে থাকা জন সংযোগ রাখা, আর উন্নয়নের ধারাবাহিক প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়া। শুধু নির্বাচনের আগে ১ মাস করলেই হবে না। এটা আমরা সারা বছর ধরে করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *