উপার্জন বাড়াতে মাছচাষীদের মাছের চারা বিলি মালদায়

লকডাউনে ধুঁকছে অর্থনীতি । তা শহরের হোক কিংবা গ্রামের । গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে মালদায় মাছ চাষীদের মাছের চারা বিলি করল জেলা মৎস্য দপ্তর । “জল ধরো জল ভরো” প্রকল্পে মাধ্যমেই এই মাছের চারা বিলি করা হয় পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে।

জানা গেছে , পুরাতন মালদার ব্লকের ৬টি গ্রাম পঞ্চায়েতের ২০০ বেনিফিশিয়ারিকে এক হাজার মাছের চারা বিলি করা হয়েছে । উপস্থিত ছিলেন পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি মৃণালিনী মন্ডল মাইতি, সহ-সভাপতি হারেজ আলী, জেলা মৎস্য দপ্তরের আধিকারিক তাপস সাহা, সংশ্লিষ্ট দপ্তরের ব্লক আধিকারিক অসীম কুমার ঘোষ প্রমুখ। আগামী দিনে নিজেদের উপার্জনের ক্ষেত্রে স্বাবলম্বী হতে এই উদ্যোগ, এমনটাই জানানো হয়েছে পঞ্চায়েত সমিতি ও প্রশাসনের পক্ষ থেকে।

সমিতির সভাপতি মৃণালিনী মন্ডল মাইতি জানিয়েছেন, করোনা আবহের মধ্যে মৎস্যজীবীদের যাতে কোনরকম রুজি-রোজগারের ক্ষেত্রে সমস্যা না হয়, তার জন্যই মূলত এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই মাছের চারা গুলি চাষ করার পর আগামীতে সেগুলি বিক্রি করে নির্দিষ্টভাবে উপার্জন করতে পারবেন বেনিফিশিয়ারিরা । আগামী দিনে এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *