উত্তরাখণ্ডের ধস থেকে বাঁচার একটাই উপায় প্রকৃতির রক্ষা

গতকাল, রবিবার সকালটা উত্তরাখণ্ডের জন্য ছিল এক ভয়াবহ দুঃস্বপ্নের মতো। কেদারনাথের ভয়াবহ স্মৃতি উস্কে মেঘ ভাঙা বৃষ্টিতে ভাসল উত্তরাখণ্ড৷ মেঘভাঙা বৃষ্টির জেরে ভেঙে যায় নন্দাদেবী হিমবাহ। হিমবাহ ভেঙে ঋষিগঙ্গা নদীতে পড়ে যাওয়ার পরে এই দুর্ঘটনা ঘটে। এর জেরে প্রাণ হারিয়েছেন ১৫০-এরও বেশি মানুষ।

বরফগলা নিয়ে বারবার সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। প্রশাসনকে কড়া ব্যবস্থা নিতে হবে। নাহলে এরকম হারে যদি হিমালয়ের ধ্বংসলীলা চলতে থাকে, তাহলে হড়পা বানের আশঙ্কা আরও বাড়বে এবং তা আরও ভয়ংকর হবে। তাই বাঁচার একটাই উপায় এখন – প্রকৃতির রক্ষা।

বিশেষজ্ঞদের সতর্কতা সত্ত্বেও হৃষিগঙ্গা এবং ধৌলিগঙ্গা নদীর উপর দুটি পরপর বাঁধের কারণে সংবেদনশীল পাহাড়ি এলাকায় লাগাতার বিস্ফোরণ এবং সুড়ঙ্গ খননের ফলে প্রকৃতির উপর ব্যাপক প্রভাব পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *