উত্তরবঙ্গের ফালাকাটা ও হেমতাবাদ বিধানসভায় নির্বাচন আগামী ২৯ নভেম্বর

বিহারের বিধানসভা নির্বাচনের সঙ্গে রাজ্যের উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আর এই ঘোষণার পরেই উত্তরের রাজনীতিতে তৎপরতা তুঙ্গে। জানা গিয়েছে আগামী ২৯ নভেম্বর উত্তরবঙ্গের ফালাকাটা ও হেমতাবাদ বিধানসভায় নির্বাচন হবে। আগামী বৎসর অক্টোবর মাসে ফালাকাটার বিধায়ক অনিল অধিকারীর মৃত্যু হলে সেই শুন্য আসনে উপনির্বাচনের তোড়জোড় শুরু হতেই করোনা লকডাউনে পিছিয়ে যায় ভোট।

এবছর ফালাকাটা উপনির্বাচনে বামফ্রন্ট ও কংগ্রেস জোট করে প্রার্থী দিচ্ছেন এবং তা আবার সিপিএম দলের প্রার্থী দিবে বলে জানা যায় ৷ উপনির্বানের দিনক্ষণ ঘোষণার সাথে সাথে এদিন ময়দানে নেমে পড়েছে বিজেপি ও তৃণমূল।

উল্টোদিকে গত দু মাস ধরে বুথ স্তরের বৈঠকের মাধ্যমে দলকে তরতাজা করার কাজে হাত দিয়েছে তৃণমূল ।তবে লোকসভার মতো বিজেপিকে ফালাকাটার আসনে ছেড়ে দেওয়া যাবে না বলে বুথ ভিত্তিক বৈঠক গুলিতে কর্মীদের জানিয়ে দিয়েছে তৃণমূল। বিশেষ করে সিপিএম-এর প্রাক্তন সাংসদ তথা রাজ্য তৃণমূলের সম্পাদক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে আলিপুরদুয়ার জেলার দায়িত্ব দেবার পর তৃণমূল কর্মীদের ভোটে লড়ার উৎসাহ কয়েকগুণ বেড়েছে বলে রাজনৈতিক মহল মনে করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *