উত্তরবঙ্গের ঝটিকা সফরে আলিপুরদুয়ারে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ফের উত্তরবঙ্গের ঝটিকা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গেছে আগামী ২ রা ফেব্রুয়ারি আলিপুরদুয়ারে একটি বনবাসী গণবিবাহ অনুষ্ঠানে যোগ দিতেই তিনি আসছেন । ভোট বৈতরণী পার হতে যে এবার আদিবাসী ভোট বড়ো ফ্যাক্টর হতে পারে তার আগাম আভাস পাওয়া গেছে লোকসভার ভোটে। তাই প্রান্তিক চা বলয়ের আদিবাসীদের মন পেতে নানা প্রকল্পও শুরু করেছে রাজ্যসরকার।

সূত্রের খবর ২ ফেব্রুয়ারী ফালাকাটা তে একটি গনবিবাহে তিনি উপস্থিত থাকবেন।ওখানে আলিপুরদুয়ারে, জলপাইগুড়ি র আদিবাসী সম্প্রদায়ের একটি গনবিবাহ হচ্ছে।পরদিন ৩ ফেব্রুয়ারী আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে আলিপুরদুয়ার, কোচবিহার,জলপাইগুড়ি এই তিন জেলার কর্মিদের নিয়ে সভা করবেন মুখ্যমন্ত্রী।স্বাভাবিক ভাবেই আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে সভাকে ঘিরে শুরু হয়েছে প্রশাসনিক ও রাজনৈতিক ততপরতা।পাশাপাশি মুখ্যমন্ত্রী আসছেন তাই উচ্চ আধিকারিক দের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় এদিন।তৃনমূল কংগ্রেসের জেলা সভাপতি মৃদুল গোস্বামী বলেন,এখানে লক্ষাধিক লোকের জমায়েত হচ্ছে।তিনটি জেলাকে নিয়ে কর্মিসভা।ফলে এ নিয়ে প্রস্ততি চলছে।জোর কদমে চলছে কাজকর্ম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *