উত্তরবঙ্গের উদ্যানগুলিতে টেম্পোরারি আইসোলেশন কর্নার তৈরি করল বনদপ্তর

পুজোর আগে খুলে যাচ্ছে উত্তরের পর্যটনকেন্দ্রগুলি । দীর্ঘ ছয়মাস উত্তরের মূল ব্যবসা পর্যটন খুলে যাওয়ায় মানুষের যে একটা ভিড় বাড়বে সেটার আগাম সতর্কতা হিসেবে উত্তরবঙ্গের প্রতিটা উদ্যানে অস্থায়ী আইসোলেশন কর্নার তৈরি করার সিদ্ধান্ত নিচ্ছে বনদপ্তর ।যাঁরা পার্কে বেড়াতে আসবেন, তাঁদের যাতে কোনওরকম অসুবিধা না হয়, তারজন্য স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যোগাযোগও রাখছে বনকর্তারা । বনদপ্তরের অধীনে থাকা উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ পার্কগুলিতে এই ব্যবস্থা রাখা হয়েছে। নজরে রাখা হচ্ছে স্বাস্থ্যবিধিকে।


জানা গেছে, কোচবিহারের এনএন পার্ক, জলপাইগুড়ির তিস্তা উদ্যান, শিলিগুড়ি, মালবাজার, ইসলামপুর এবং বালুরঘাট পার্কে টেম্পোরারি আইসোলেশন কর্নার চালু করা হয়েছে। প্রতিটি পার্কে একটি করে ঘর তৈরি করে সেখানে আইসোলেশনের ব্যবস্থা করা হচ্ছে । রাখা হচ্ছে একটি স্ট্রেচার ও অক্সিমিটার । পার্কে কেউ ঘুরতে এসে অসুস্থ হয়ে পড়লে বা শ্বাসকষ্ট হলে রোগীকে ভিড় এলাকা থেকে সরিয়ে স্ট্রেচারে করে এই কর্ণারে নিয়ে এসে রাখা হবে । প্রাথমিক চিকিৎসা করার পাশাপাশি খবর দেওয়া হবে ডাক্তার ও নিকটবর্তী হাসপাতালে। সম্পূর্ণ বিষয়টি স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যোগাযোগ রেখে বনকর্মীরা তৎপরতার সঙ্গে কাজ করবে। ’‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *