উচ্চতায় আরও বেশি দীর্ঘ হবে রাম মন্দির

আগামী ৫ অগাস্ট নয়া রাম মন্দিরের নির্মাণ কাজের শুভ সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উপস্থিত থাকবেন অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও। প্রধানমন্ত্রীর হাতে নির্মাণ কার্যের সূচনা হওয়ার পর থেকেই জোর কদমে চলবে মন্দির তৈরির কাজ। নতুন এই রাম মন্দিরটি উচ্চতা হবে ১৬১ ফুট, আগের রাম মন্দিরের থেকে আরও ২০ ফুট বেশি। ১৯৮৮ সালে প্রস্তুত মূল নকশায় আগের রাম মন্দিরের উচ্চতা ১৪১ ফুট ছিল। রাম মন্দিরের প্রধান স্থপতি সি সোম্পুড়ার ছেলে নিখিল সোম্পুড়া  জানিয়েছেন,  “আগে রাম মন্দিরের নকশাটি ১৯৮৮ সালে তৈরি করা হয়েছিল। তারপর ৩০ বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে। আমরা ভেবে দেখলাম যে এই মন্দিরের উচ্চতা আরও বাড়ানো উচিত।“

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *