ইন্দোনেশিয়াতে আচমকা জেগে উঠল মাউন্ত সিনাবাং আগ্নেয়গিরি

বালি: গোটা বিশ্বে এই মুহূর্তে চলছে করোনা আতঙ্ক। তার মধ্যে ইন্দোনেশিয়াতে আচমকা মাউন্ত সিনাবাং আগ্নেয়গিরি জেগে উঠল। আর ওই আগ্নেয়গিরি জেগে ওঠার ফলে চারিদিকে ছড়িয়ে পড়ল কালো ধোঁয়া এবং ছাই। ইতিমধ্যে বিশেষজ্ঞরা বোঝার চেষ্টা করছেন কতটা পরিমাণ পরিবেশ দূষণের হার এই মুহূর্তে।

নিয়ম মত পৃথিবীর বুকে জেগে থাকা আগ্নেয়গিরি জেগে ওঠে মাঝে মাঝেই। কিন্তু এই আগ্নেয়গিরি এতটাই ভয়াল ভাবে জেগে উঠেছে যার ফলে ছাই ছড়িয়ে পড়েছে অনেক দূর পর্যন্ত। স্থানীয় এলাকাগুলি ঢেকে গিয়েছে কালো ধোঁয়াতে। অন্তত পাঁচ কিলোমিটার পর্যন্ত কালো ধোঁয়ায় ঢেকেছে আকাশ। ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের এই আগ্নেয়গিরি ২০১০ সাল থেকেই গর্জন করে চলেছে। তবে এই ঘটনার জেরে এখন পর্যন্ত কোন হতাহতের খবর সামনে আসেনি। ইতিমধ্যে প্রশাসনের তরফে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *