পাঞ্জাবের মুখ্যমন্ত্রী তথা দলের বর্ষীয়ান নেতা ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের ছেলে রনিন্দর সিংয়ের বিদেশে হিসেব বহির্ভূত সম্পত্তি থাকার অভিযোগে তাঁকে গতকাল তলব করেছিল ইডি। কিন্তু হাজিরা দেননি তিনি। পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর ছেলে অবশ্য শুরু থেকেই দাবি করে আসছেন, তিনি কোনও আইন ভঙ্গ করেননি।
প্রসঙ্গত, পি চিদম্বরমের ছেলে কার্তি চিদম্বরম, কমল নাথের ছেলে নকুল নাথ, অশোক গেহলটের ছেলে বৈভব গেহলটের মতো কংগ্রেসের প্রভাবশালী নেতাদের ছেলেদের বিরুদ্ধে বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করছে । সেই তালিকায় নবতম সংযোজন রনিন্দর সিং।