করোনা বিদায় নিচ্ছে তা নয়। ইউরোপের বিভিন্ন দেশে আঘাত হানছে করোনার দ্বিতীয় ঢেউ। যার জেরে জার্মান ও ফ্রান্স সরকার বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছিল। ইটালি এবং স্পেনেও বেশ কিছু নিষেধাজ্ঞা জারি রয়েছে এখনও। লকডাউনের পথে হাঁটছে ফ্রান্স। জমায়েতের সর্বোচ্চ সীমা দশ জন করা হয়েছে। হোটেল, রেস্তরাঁ, বার, পাব, সব বন্ধ করে দেওয়া হয়েছে। জরুরি পরিষেবা ছাড়া বাকি সব বন্ধ করে দেওয়া হয়েছে।
ইউরোপে করোনার দ্বিতীয় ঢেউ
