শনিবার কাকভোরে অসম রাইফেলসের সঙ্গে এনকাউন্টারে নিহত হয়েছে ছয় নাগা বিদ্রোহী (insurgents )। নিহতরা ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগালিম-ইসাক মুভিয়া (NSCN-IM)-র সদস্য। মূলত উত্তর-পূর্ব ভারতে সক্রিয় মাওবাদী নাগা জাতীয়তাবাদী বিচ্ছিন্নতাবাদী দল।
ছ’টি আগ্নেয়াস্ত্র ছাড়াও নিহত NSCN-IM বিদ্রোহীদের কাছ থেকে গোলাবারুদ-সহ একাধিক যুদ্ধ সরঞ্জাম উদ্ধার হয়েছে। সূত্রের খবর, তিনসুকিয়া থেকে ৫০ কিলোমিটার পূর্বে অরুণাচল প্রদেশের তিরাপ জেলার খোনসা এলাকায় সংঘর্ষ হয়। নির্দিষ্ট গোয়েন্দা খবরের ভিত্তিতেই অসম রাইফেলসের একটি দল এদিন ভোরে খোনসায় অভিযান চালায়।