আলুর দাম নিয়ন্ত্রণ করবে রাজ্য সরকার

খোলা বাজারে আলুর দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। এর আগে আলুর দাম বৃদ্ধি নিয়ে একাধিকবার মজুতদারদের সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী কিন্তু তাতে কাজ হয়নি। এবার আলুর দামে লাগাম পরাতে এবার ময়দানে নামল কৃষি বিপণন দফতর। বৃহস্পতিবার থেকে গোটা রাজ্যে বিভিন্ন বাজারে ২৫ টাকা কিলোগ্রাম দরে আলু বিক্রির ব্যবস্থা করছে তারা। শর্ত ভঙ্গ করলে শাস্তির মুখে পড়তে হবে দোকানিকে।

রাজ্যের বাইরে আলু যাওয়া বন্ধ থাকবে। আলু বাইরে যাওয়া আটকাতে পুলিশকে নজরদারি চালাতে বলা হয়েছে। মঙ্গলবারও আলুর দাম বৃদ্ধি নিয়ে নবান্নে স্বরাষ্ট্রসচিব, কৃষি বিপণন সচিব ও পুলিশকর্তাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। এর অর্থ, সরকার যে পরিমাণ নির্দিষ্ট করে দিয়েছে, পাইকারি এবং খুচরো বাজারের ব্যবসায়ীরা তার চেয়ে বেশি আলু ও পেঁয়াজ মজুত রাখতে পারবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *