আর্থিক কারনে বন্ধের মুখে নন্দনবাড়ির পুজো

হাতে গুণে আর মাত্র কয়েকটা দিন তারপরেই আসছে পুজো। ইতিমধ্যেই শহরজুড়ে পুজো পুজো রব। সাবেকি পুজো আর বনেদিয়ানা এই দুইয়ে মিলিয়েই যেন উত্তর কলকাতা। কিন্তু এরই মাঝে উত্তর কলকাতার শ্যামপুকুর স্ট্রিটের নন্দনবাড়ির ১২০ বছরের দুর্গাপুজো বন্ধের মুখে।

চলতি বছর এমনিতেই করোনা আবহে পকেটে টান ধরেছে অনেকের। এরই মাঝে এবার পুজো ঘিরে দুশ্চিন্তা নন্দনবাড়ির সদস্যদের। দুর্গাদালানে মূর্তি তৈরি হলেও এবারের পুজোতে ভাঁটা পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

শ্যামপুকুরের নন্দনবাড়িতে দুর্গাপুজোর সূচনা ১৯০০ সালে দুর্গামনি দাসীর হাত ধরে। যদিও নন্দনবাড়ির সদস্যরা পুজো চালিয়ে যেতে চান। এই বিষয়ে তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়়ের সাহায্য চান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *