আরো অপেক্ষা বাড়ল কলেজ-ইউনিভার্সিটির ফাইনাল ইয়ারের পরীক্ষার্থীদের।আদৌ কি বাতিল হবে কলেজ-বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত বর্ষের পরীক্ষা? আগামী ৩ দিন পর চূড়ান্ত রায় দেবে সুপ্রিম কোর্ট। এর মধ্যে কোনও পক্ষের কোনও রকম লিখিত তথ্য দেওয়ার থাকলে তা তাঁরা দিতে পারবে আদালতকে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, সংশ্লিষ্ট রাজ্যগুলো পরীক্ষা পিছিয়ে দেওয়ার আবেদন করতে পারলেও পরীক্ষা বাতিল করে ডিগ্রির আবেদন কখনওই করতে পারে না। তাছাড়া তিনি আশ্বাস দেন, পরীক্ষার সময় পড়ুয়াদের স্বাস্থ্যের সুরক্ষার জন্য সমস্ত কোভিড বিধি মেনে চলা হবে।
অন্যদিকে, ছাত্র-ছাত্রীদের সুরক্ষা, অনলাইন পরীক্ষার ক্ষেত্রে সকলের সমানভাবে ইন্টারনেট ব্যবহারে সমস্যা-সহ একাধিক যুক্তি পেশ করেন পড়ুয়া এবং সংশ্লিষ্ট রাজ্যের আইনজীবীরা। সমস্ত কিছু বিচারের পর ৩ দিন পর চূড়ান্ত সিন্ধান্ত জানানোর ঘোষণা করে শীর্ষ আদালত। শেষ পর্যন্ত পড়ুয়াদের আবেদনে শিলমোহর পরে কি-না সেটাই এখন দেখার।