কিছুতেই স্বস্তি দিচ্ছে না করোনা। একের পর এক খারাপ খবর। যত দিন যাচ্ছে করোনার ছায়া যেন আরও বেশি করে প্রস্তর হচ্ছে। খারাপ খবর যেন রীতিমতো জাঁকিয়ে বসছে রোজকার জীবনে। এবার করোনা থাবা বসাল বাংলার সাহিত্য জগতে। করোনা আক্রান্ত কবি জয় গোস্বামী। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা করার সিদ্ধান্ত নেওয়া হয়। রবিবার সন্ধ্যায় বাংলার এই বিশিষ্ট কবিকে হাসপাতালে ভর্তি করা হয়। এই মুহূর্তে তিনি বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কবির দেহে এমন লক্ষণ দেখে বেলেঘাটা আইডি-তে প্রথমে নন-কোভিড ওয়ার্ডে, পরে রিপোর্ট পজিটিভ এলে কোভিড ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়। আরও জানা গিয়েছে যে করোনায় আক্রান হয়েছেন জয়বাবুর স্ত্রী কাবেরীদেবীও। তাঁর স্ত্রীকেও চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।