আজ বিকেল পাঁচটা থেকে লকডাউন

দৈনিক সংক্রমণের গড় ১০০০ ছুঁতে চলেছে। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ২৪,৮২৩৷ স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে করোনা সংক্রমণে এখনও পর্যন্ত ৮২৭ জনের মৃত্যু হয়েছে ৷এই পরিস্থিতিতে রাশ টানতে ফের লকডাউনের পথে হাঁটছে রাজ্য। সাতদিনের মেয়াদে চার জেলায় আরেক দফা লকডাউন কার্যকর হবে এ দিন বিকেল পাঁচটা থেকে।

কলকাতায় কন্টেইনমেন্ট জোন ৩৬টি ৷ এর মধ্যে রয়েছে-20/1/N মতিলাল বসাক লেক, কাঁকুড়গাছিসত্যম টাওয়ার, 64A আলিপুর রোড5B জাজেস কোর্ট রোড, আলিপুর19A শরৎ বোস রোড49B, 36A, 44, 8/1B, 12A চক্রবেড়িয়া রোডP12 কাঁকুড়গাছি, সিআইটি রোড, স্কিম 7 এম1/2 আরিফ রোড, উল্টোডাঙাঅধরচন্দ্র দাস লেন উল্টোডাঙা6A এনএসসি বোস রোড, টলিপার্ক অ্যাপার্টমেন্ট138 পূর্বালোক, মুকুন্দপুর55A, শরৎ ব্যানার্জি রোড, ভবানীপুর8/C, 3A, 4/1D হরিপাল লেন, বড়তলাজহরলাল দত্ত লেন, দত্তাবাগান। ১ বেলভেডিয়র রোড, আলিপুর2 বিজয়গড়76-157 ড. জিএস বোস রোড, কসবা138, রাজা রামমোহন সরণি, আমহার্স্ট স্ট্রিট46/57, 57, 104, 96A, 106/2A আমহার্স্ট স্ট্রিট মাঙ্গলিক থেকে যুবশক্তি সম্মিলনী ক্লাব,অজয়নগর17 উল্টোডাঙা মেন রোড, করবাগান 34L, 64 সুরেন সরকার রোড, ফুলবাগান তরণকৃষ্ণ নস্কর লেন, চাউলপট্টি রোড ক্রসিং, বেলেঘাটা 85-158 সুইনহো লেন, কসবা বৈদ্যপাড়া হাইস্কুল-ভুবনমোহন রায় রোড,সখেরবাজার 51 প্রগতিপল্লি-245C মহাত্মা গান্ধি রোড32, 67B, 5/7 বলরাম দে রোড, গিরিশ পার্ক, লিন্টন স্ট্রিট, বেনিয়াপুকুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *