শনিবার গভীর রাতে আগুন লাগে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার আমতলা ইমলি মার্কেটে। টায়ারের গোডাউনে আগুন লাগায় তা দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। পুড়ে ছাই টায়ারের গোডাউন। আগুন দেখতে পেয়েই স্থানীয়রা খবর দেন দমকলে। রাত সওয়া ১২টা নাগাদ আগুন লাগার ঘটনা ঘটে। এর কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু’টি ইঞ্জিন। তারপর প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা থেকে ছ’ঘণ্টার চেষ্টায় রবিবার ভোর বেলা আগুন নিয়ন্ত্রণে আসে।
দমকলকর্মীরা প্রাথমিক ভাবে জানিয়েছেন, গোডাউনটিতে কোনও রকম অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। সে কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। তা ছাড়া শনিবার লকডাউন থাকার ফলে মার্কেট বন্ধ ছিল। তাই মূল যে মিটার, যেখান থেকে ৫০টির বেশি দোকানে বিদ্যুৎ সংযোগ গিয়েছে সেই মেইন সুইচও অফ ছিল বলে জানা গিয়েছে। তাই প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে এই ঘটনা ঘটেনি। অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ায় এলাকায়।
গোডাউনের মালিক জানিয়েছেন, কয়েল লক্ষ টাকার মাল মজুত ছিল ভিতরে। এমনিতে কোভিড সংক্রমণের ফলে ব্যবসার অবস্থা ভাল নয়। তার উপর এই ঘটনায় মুষড়ে পড়েছেন ওই টায়ারের গোডাউনের মালিক শেখ সামসুদ্দিন।