আগামী ১ সেপ্টেম্বর থেকে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ভাবছে কেন্দ্র সরকার

করোনা পরিস্থিতিতে দেশ ব্যাপী লকডাউনে গত ৬ মাস ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর, দেশ জুড়ে আনলক পর্ব শুরু হওয়ায় কেন্দ্র সরকার ১ সেপ্টেম্বর থেকে ফের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ভাবনা-চিন্তা করছে। ভাবা হচ্ছে, প্রথমে উঁচু ক্লাসের পড়ুয়াদের দিয়ে শুরু করা হবে পঠনপাঠন। সেই অনুযায়ী প্রথম ধাপে দশম এবং দ্বাদশ শ্রেণির ক্লাস এবং এর পরে ষষ্ট থেকে নবম শ্রেণি পর্যন্ত খোলার কথা ভাবা হচ্ছে। এ বিষয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ড. হর্ষবর্ধনের নেতৃত্বে একটি মন্ত্রীগোষ্ঠী গঠন করেছে কেন্দ্র।

প্রথম পর্যায়ে দশম ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের স্কুলে যেতে বলা হবে। স্কুল চলবে বিভিন্ন শিফটে। সকাল ৮ টা থেকে ১১ টা পর্যন্ত, আবার বেলা ১২ টা থেকে দুপুর ৩ টে পর্যন্ত। পাশাপাশি ৫ থেকে ছয় ঘণ্টার বদলে স্কুল হবে ২ থেকে ৩ ঘণ্টা পর্যন্ত। মাঝে ১ ঘণ্টা সময় স্কুল এবং স্কুল প্রাঙ্গন স্যানিটাইজ করার জন্য বরাদ্দ করা হবে। পড়ুয়া এবং শিক্ষাকর্মী মিলিয়ে একদিনে ৩৩ শতাংশই একদিনে স্কুলে আসবে। তেমনটাই প্রস্তাব দেওয়া হয়েছে।

অন্যদিকে এখনই প্রাথমিক স্তরে পড়ুয়াদের স্কুলে ডাকতে আগ্রহী নয় উক্ত গোষ্ঠী। সেক্ষেত্রে যেমন অনলাইন পড়াশোনা চলছে, তেমনটাই চলবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মাসের শেষের দিকে জারি করা চূড়ান্ত আনলক নির্দেশিকার অংশ হিসেবে স্কুল খোলার বিষয়ে নেওয়া সিদ্ধান্ত জানানো হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *