অ্যামাজন ইন্ডিয়া একটি নতুন ফুলফিলমেন্ট সেন্টার (এফসি) চালু করল পশ্চিমবঙ্গে। এটি পশ্চিমবঙ্গে তাদের বৃহত্তম এফসি। এরফলে এই রাজ্যে অ্যামাজন ইন্ডিয়ার পরিকাঠামো লক্ষ্যণীয়ভাবে প্রসারিত হল। রাজ্যের পাঁচটি এফসি’তে অ্যামাজনের মোট স্টোরেজ ক্যাপাসিটি বেড়ে যাওয়ায় পশ্চিমবঙ্গের ২৫,০০০ বিক্রেতার সুবিধা হবে এবং পশ্চিমবঙ্গ-সহ উত্তর-পূর্বাঞ্চলের প্রতিবেশী রাজ্যগুলিতে গ্রাহকদের অর্ডার অনুসারে দ্রুত ডেলিভারি দেওয়া সহজ হবে। অ্যামাজন ইন্ডিয়ার পক্ষে অখিল সাক্সেনা জানান, পশ্চিমবঙ্গ অ্যামাজনের জন্য একটি গুরুত্বপূর্ণ এলাকা, কারণ এই স্থানের বিশেষ অবস্থানের কারণে শুধু পশ্চিমবঙ্গ নয়, উত্তর-পূর্বাঞ্চলের প্রতিবেশী রাজ্যগুলিতেও গ্রাহকদের ভালভাবে পরিষেবা দেওয়া সম্ভব। এই সম্প্রসারণের ফলে অ্যামাজন ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগগুলিকে সাহায্য করার পাশাপাশি এই অঞ্চলে প্রচুর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবে।
পশ্চিমবঙ্গের এই নতুন এফসি গ্রাহকদের সহজ উপায়ে উৎসবকালীন কেনাকাটার আনন্দ উপভোগের সুযোগ দেবে। একইসঙ্গে অ্যামাজন এই অঞ্চলের স্থানীয় শিল্পোদ্যোগী ও ব্যবসায়ীদের আংশিক ও পূর্ণ সময়ের ডেলিভারি প্রোগ্রামে অংশ নেওয়ার ব্যাপারে সহায়তা করবে। পশ্চিমবঙ্গে অ্যামাজন ইন্ডিয়ার হাজার হাজার ফ্লেক্স পার্টনার ও ‘এই হ্যাভ স্পেস’ স্টোর রয়েছে এবং ৮৫টিরও বেশি নিজস্ব ও ডেলিভারি সার্ভিস পার্টনারদের স্টেশন রয়েছে।