অ্যাক্সিস ব্যাঙ্কের নতুন প্লাটফর্ম যেকোনও স্থান থেকে কাজের সুযোগ দেবে

অ্যাক্সিস ব্যাংক লঞ্চ্‌ করল ‘গিগা অপর্চুনিটিজ’। এটি বিকল্প ‘ওয়ার্ক মডেলে’র একটি প্লাটফর্ম, যা অধিকতর ‘ফ্লেক্সিবিলিটি’, ‘ডাইভার্সিটি’ ও ‘ইনক্লুসিভিটি’কে উৎসাহিত করবে। ভারতের তৃতীয় বৃহত্তম ব্যাংক অ্যাক্সিস ব্যাংকের ‘গিগা অপর্চুনিটিজ’ আনা হয়েছে কাজের বাজারে বৃহত্তর সুযোগ সৃষ্টির জন্য। 

‘গিগা অপর্চুনিটিজ’ বিভিন্ন ধরণের সম্ভাবনার দ্বার খুলে দেবে, যেমন ডিজিটাল ব্যাংকিং, টেকনোলজি, রিস্ক মডেলিং, ভার্চুয়াল সেলস, অডিট ও ক্রেডিট পলিসি। এগুলিই পাইলট অফারের প্রথম সেট হিসেবে আনা হচ্ছে। এইসব কাজ চিরাচরিত ফ্রিল্যান্স জব বা ‘ওয়ার্ক ফ্রম হোম’-এর থেকেও বেশি কিছু। এই উদ্ভাবনী প্লাটফর্ম ‘ওয়ার্ক ফ্রম এনিহোয়্যার’কে বাস্তব রূপ দেবে এবং সেইসঙ্গে স্কিলড স্পেশালিস্টদের নিশ্চয়তা দেবে ‘ফ্লেক্সিবিলিটি’ ও ‘ইজ অফ অপারেশনস’-এর। এর ফলে ছোটো শহরগুলি-সহ দেশের সর্বত্র অনেক বেশিমাত্রায় মেধাসম্পন্নদের কাছে পৌঁছান সম্ভব হবে। একইসঙ্গে নিশ্চিত হবে যে ভারতের কোনও মেধাসম্পন্ন ব্যক্তি বাদ পড়বেন না এবং যেকোনও অঞ্চলের শিক্ষিত ও দক্ষতাসম্পন্ন যুবক-যবতীরা যেন উন্নতির সুযোগ পান। বিভিন্ন ধরণের মেধার বিকাশের সঙ্গে সঙ্গে ‘ডাইভার্সিটি’ ও ‘ইনক্লুশন’ও উৎসাহিত হবে, সেইসঙ্গে এযাবৎকাল বঞ্চিত থাকা ব্যক্তিরাও সামনে আসার সুযোগ পাবেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *