অযোধ্যায় ভূমি পুজোর দিনে মুখ্যমন্ত্রীর টুইট

অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজোর দিনে একটি টুইট করে সম্প্রীতির বার্তা দিতে চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা টুইটে লিখেছেন, “হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান/একে অপরের ভাই-ভাই! আমার ভারত মহান, মহান আমার হিন্দুস্তান! আমাদের দেশ তার চিরায়ত বৈচিত্র্যের মধ্যে ঐক্যের ঐতিহ্যকে বহন করে চলেছে, এবং আমাদের শেষ নিশ্বাস পর্যন্ত ঐক্যবদ্ধভাবে এই ঐতিহ্যকে সংরক্ষিত রাখবো”। পর্যবেক্ষকদের অনেকের মতে, মুখ্যমন্ত্রীর এই টুইটের যেমন প্রশাসনিক গুরুত্ব রয়েছে তেমনই রাজনৈতিক ভাবেও অর্থবহ।

তাৎপর্যপূর্ণ হল, টুইটে কোথাও সরাসরি রাম মন্দিরের কথা লেখেননি তৃণমূলনেত্রী। ভূমি পুজোর প্রসঙ্গও উত্থাপন করেননি তিনি। অযোধ্যার সমারোহকে সামনে রেখে দিলীপ ঘোষরা যখন সাংস্কৃতিক রাষ্ট্রবাদের কথা বলছেন, তখন কৌশলে ‘বৈচিত্রের মধ্যে ঐক্যের’ কথা স্মরণ করিয়ে দিতে চেয়েছেন মুখ্যমন্ত্রী। অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজোকে কেন্দ্র করে বাংলায় যাতে কোনও ধর্মীয় অশান্তি না ছড়ায় সে ব্যাপারে তিনি সতর্ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *