অবক্ষয় ঠেকাতে পারবেন না দিদি-ভাইপো , রাহুল সিনহা

রাজ্যের পরিস্থিতি যে দিনে দিনে ভয়াবহ আকার ধারন করছে এবং তাতে গণতন্ত্রের টুটি চেপে হত্যা করার জোগাড় করেছে তৃণমূল শিলিগুড়িতে এসে তৃণমূলের বিরুদ্ধে এমনই চাচাছোলা ভাষায় আক্রমণ শানালেন বিজেপি নেতা রাহুল সিনহা। এদিন শিলিগুড়িতে দলীয় সভায় এসে দিদির দিদি গিরির বিরুদ্ধে তোপ দাগেন রাজ্যের প্রাক্তন রাজ্য সভাপতি।রাষ্ট্রপতি শাসন সম্পর্কে তিনি বলেন রাষ্টপতি শাসন জারি করতে যা যা প্রয়োজন তা সবই এরাজ্যে হয়েছে।কিন্তুু জনগন আমাদের সাথে রয়েছে তাই রাষ্ট্রপতি শাসনের দরকার নেই ।যে জনগনকে সাথে নিয়ে তৃনমূল ক্ষমতায় এসেছিল সেই জনগন তাদের ক্ষমতা চ্যুত করবে।দেশের পাঁচটি রাজ্যে নির্বাচন রয়েছে সেই নির্বাচন কমিশন পাখির চোখ করে দেখতে পারবে।আর নির্বাচন কমিশন যদি সঠিক পদক্ষেপ নিতে পারবে তালেই মানুষ নিজের ভোট শান্তিপূর্ণ ভাবে দিতে পারবে।

বিমল গুরং প্রসঙ্গে তিনি বলেন পাহাড়ের মানুষের সমস্যার সমাধান আমরা করব।পাহাড়ের মানুষের চাওয়া পাওয়া আমরা আগামী নির্বাচনের পর মিটাবো কারন তখন কেন্দ্রে থাকবে বিজেপি সরকার,রাজ্যে থাকবে বিজেপি সরকার তাই তাদের চাওয়া পাওয়া মেটাতে কোন সমস্যা হবে না।পাহাড় অশান্ত হওয়ার সময় বিমল গুরং ও তার সাঙ্গ পাঙ্গদের এর নামে এত কেস হয়েছিল এখন কি ভাবে তারা সরকারি সূযোগ সুবিধা পাচ্ছে।সুতরাং পাহাড়ের মানুষের উদ্দেশ্য বলবো আর একটু অপেক্ষা করুন ভালো সময় আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *