- বড়বাজারের ব্যবসায়ী সমিতির দেওয়া হিসেব অনুযায়ী ১০,০০০ কোটি টাকার ক্ষতি হয়েছে শেষ চার মাসে।
মন্দায় ধুঁকছে বড়বাজার। সারাবছর বড়বাজারের অলিগলিতে চরম ব্যস্ত থাকে। প্রতিটি গলির প্রতিটি দোকান ব্যস্ত থাকত। সকাল সন্ধ্যে খদ্দেরের ভিড় লেগে থাকত। কোথাও কাপড়ের বিনিকিনি কোথাও আবার কাঁচামালের দরদাম চলে। স্থানীয় ব্যবসায়ীদের হিসেব অনুযায়ী প্রতিদিন প্রায় ১০০ কোটি টাকার ব্যবসা হত। করোনা মহামারির কারণে বড়বাজারের ব্যবসায়ে নেমে এসেছে মন্দার জোয়ার। সেই দর নেমে এসেছে দিনে ৩ থেকে ৪ কোটি।
ব্যবসায় এত মন্দা কখনও কোন বিপর্যয় আনতে পারেনি। মুদি, কাগজ, জামাকাপড়, বাসন কোসন, প্লাস্টিকের বিভিন্ন দ্রব্য, স্টিলের কাঁচামাল, চাদর, গয়না – বিভিন্ন জিনিসের সম্ভার নিয়ে পসরা সাজিয়ে বসতেন ব্যবসায়ীরা। কট্টি সংস্থার অধিকর্তা মহেন্দ্র জৈন জানিয়েছেন, দুইটি বড় বড় পরব ঈদ এবং বাংলা নববর্ষে ব্যবসায়ীদের পসার সেভাবে জমেনি। খুব বড় অঙ্কের ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের। তিনি আরও জানিয়েছেন, দূর্গাপুজো এবং দীপাবলীর আগে এই অবস্থার পরিবর্তন হবে বলে মনে হচ্ছে না।