অনির্দিষ্টকালের জন্য বন্ধ নকশালবাড়ির লালপুল বাঁধ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল নকশালবাড়ি ব্লকের হাতিঘিসা অঞ্চলের লালপুল বাঁধ । অভিযোগ এই কোভিড পরিস্থিতিতে সামাজিক এবং শারীরিক দূরত্ব, মাস্ক না পরেই হাজার হাজার মানুষরা ভিড় জমাচ্ছিল ওই বাঁধে । গ্রামবাসীদের অভিযোগ শিলিগুড়ি, মাটিগাড়া, নকশালবাড়ি ,খড়িবাড়ি সহ একাধিক জায়গা থেকে মানুষরা এই বাঁধে ভিড় জমাচ্ছে । স্বাস্থ্যবিধি না মেনেই চলে স্নান, ফোটোসেশন, আশেপাশে মদ, নেশা খেয়ে অসামাজিক কাজে জড়িয়ে পড়ছে আগতরা । তাই হাতিঘিসা গ্রাম পঞ্চায়েত এবং নকশালবাড়ি থানার পুলিশ বাঁধ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল । গ্রামবাসী ছাড়া কোনো পর্যটককে এই বাঁধে ঢুকতে দেওয়া হবে না ।

পঞ্চায়েত প্রধান জ্যৈষ্ঠমোহন রায় জানিয়েছেন গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে আপাতত বন্ধ রাখা হচ্ছে । প্রশাসন এই বাঁধটিকে পর্যটনকেন্দ্র রূপে তৈরি করে কালিপুজোর পর পিকনিক স্পট হিসেবে খুলতে পারে বলে তিনি জানিয়েছেন । আপাতত কালীপুজো পর্যন্ত বন্ধ থাকছে বাঁধ । নকশাল বাড়ি থানার পুলিশ জানিয়েছেন প্রতিদিন অভিযান চলবে । পর্যটকরা যাতে এখন ওই জায়গায় ভিড় না জমান সেদিকে নজর রাখছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *