অনলাইন নিউজ পোর্টালগুলিকে রমরমা রুখতে আইন আনছে সরকার

অনলাইন নিউজ পোর্টাল গুলির নজরদারিতে নতুন আইন আনছে কেন্দ্রীয় সরকার। বিগত এক-দুইবছরে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে অনলাইন নিউজ পোর্টাল গুলি। সাংবাদিকতায় কোনোরকন অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও হাতে একটি মোবাইল ফোন এবং একটি বুম নিয়ে সাংবাদিকের পরিচয় দিয়ে ঘুরে বেড়াচ্ছে যত্রতত্ৰ। মিডিয়া হাউস গুলি বারবার অভিযোগ করছিল এই ভুয়ো চনেলগুলি নিয়ে। সোমবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের স্বাক্ষর করা নয়া বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় সরকার ।

এতদিন পর্যন্ত খবর বা স্ট্রিমিং-এর ডিজিটাল কনটেন্টের উপর নজরদারি চালানোর জন্য কোনও আইন বা স্বশাসিত সংস্থা ছিল না । একটি স্বশাসিত সংস্থার মাধ্যমে প্ল্যাটফর্মগুলির উপর নজরদারি চালানোর দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে একটি পিটিশন দাখিল করা হয়েছিল । তারই ভিত্তিতে গত মাসে এ ব্যাপারে কেন্দ্রের জবাবদিহি চায় শীর্ষ আদালত । এ ব্যাপারে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক, ইন্টারনেট এবং মোবাইল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়াকে নোটিশ পাঠায় আদালত ।

এর আগে, অন্য একটি মামলায় সুপ্রিম কোর্টে কেন্দ্র জানিয়েছিল যে, ডিজিটাল মিডিয়ার উপর নিয়ন্ত্রণের প্রয়োজন রয়েছে। ডিজিটাল মিডিয়ায় হেট স্পিচ বন্ধ করতে এই নিয়ন্ত্রণ জারি করার জন্য নির্দেশিকা তৈরির কথা বলেছিল কেন্দ্র। আর সে জন্য আদালতই যাতে একটি কমিটি গঠন করে দেয়, সেই আর্জি জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *