সোমেন মিত্রর মারা যাওয়ার পর বঙ্গে হাতকে শক্ত করতে অধীরেরই উপর ভরসা রাখল কংগ্রেস হাইকমান্ড। লোকসভার বিরোধী দলনেতা যদিও এই গুরু দায়িত্ব পালনে সমর্থ হবে কিনা বলবে সময়ই। গত।কয়েকমাস মাস আগে কংগ্রেস সভাপতি সোমেন মিত্র মারা গেলে সভাপতির পদে কে বসবেন তা নিয়ে চর্চা শুরু হয়। সেসময় অধীর এই দায়িত্ব পালন করতে পারবে না বলে হাইকমান্ডকে জানিয়ে দেন। কারন বহরমপুরের সাংসদ বর্তমানে।লোকসভায় বিরোধী দলনেতার ভূমিকা পালন করছেন। অধীর বাবু না করতেই বঙ্গ কংগ্রেস রাজনীতিতে দেবপ্রসাদ রায়, শঙ্কর মালাকার, প্রদীপ ভট্টাচার্যর নাম কানাঘুষো শোনা যায়। কিন্তু আগামী বিধানসভা ভোটের দিকে তাকিয়ে রাজ্যে দাপুটে নেতা হিসেবে অধীর বাবুর বিকল্প নেই। তাছাড়াও বিজেপিকে রুখতে এবং রাজ্যে কংগ্রেস-বামের জোট তৈরিতে অধীর চৌধুরীর ভূমিকাকে আবার কাজে লাগাতে তাই অধীর চৌধুরীকেই রাজ্যের সভাপতি নিযুক্ত করল কংগ্রেস হাইকমান্ড বলে সূত্রের খবর।