অতি অনাড়ম্বর ভাবেই পবিত্র ঈদ উৎসব পালিত হল উত্তর দিনাজপুর জেলায়

কোভিড প্রটোকল মেনে সামাজিক দূরত্ব বিধি বজায় রেখে অনাড়ম্বর ভাবে রায়গঞ্জে পালিত হল মুসলিম ধর্মপ্রাণ মানুষদের পবিত্র ঈদ উৎসব। খুশীর ঈদ হলেও এবছরেও অতিমারি করোনা আবহের কারনে ঈদ উৎসবে সেভাবে আনন্দে মেতে উঠতে পারলনা মানুষ। রায়গঞ্জ শহরের পশ্চিম বীরনগরে মদিনা মসজিদে সামাজিক দূরত্ব বিধি মেনে এক একবারে ছয়-সাত জন করে মুসলিম ধর্মপ্রাণ মানুষ নমাজ পাঠ করলেন।

প্রতিবারই ঈদের দিনে রায়গঞ্জ শহরের উকিলপাড়ায় ঈদগাঁয়ের মাঠে শয়ে শয়ে মুসলিম ধর্মপ্রাণ মানুষ সমবেত হয়ে নমাজ পাঠ করতেন। একে অপরকে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে আনন্দে উৎসবে মেতে উঠতেন তাঁরা। কিন্তু ভয়াবহ এই অতিমারির করোনা দ্বিতীয় ঢেউয়ে বেসামাল হয়ে পড়েছে রাজ্য থেকে গোটা দেশ। করোনা সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে রাজ্য সরকার আবেদন করেছিল বাড়িতে বাড়িতে বা মসজিদে গিয়ে অল্প সংখ্যক মানুষ নমাজ পাঠে অংশ নেওয়ার। রাজ্য সরকারের সেই নির্দেশকে মান্যতা দিয়ে খুবই অনাড়ম্বরভাবে উত্তর দিনাজপুর জেলায় পালিত হল পবিত্র ঈদ উৎসব। মুখে মাস্ক পড়ে স্যানিটাইজিং করে সামাজিক দূরত্ব বিধি বজায় রেখে পবিত্র ঈদ উৎসব পালন করলেন মুসলিম ধর্মপ্রাণ মানুষেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *