বৃহস্পতিবার জীবনদায়ী কোভিড ভ্যাকসিন তৈরি করা সেরামে ইনস্টিটিউটের চার তলায় আগুন লাগে। দুপুর নাগাদ সেরাম ইন্সটিটিউটের ১ নম্বর টার্মিনালের গেট থেকে আচমকাই আগুনের ধোঁয়া উঠতে শুরু করে। ঘটনাস্থলে দমকলের ১৪টি ইঞ্জিন কাজ করে। ইতিমধ্যেই অগ্নিদগ্ধ হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। নিহতদের দেহ প্রাথমিকভাবে নোবেল হাসপাতালে নেওয়া হয় এবং পরে ময়না তদন্তের জন্য সাসসুন জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
অগ্নিদগ্ধ হয়ে পাঁচজনের মৃত্যু সেরামে ইনস্টিটিউটে
