৩০ নভেম্বর পর্যন্ত জারি থাকবে লকডাউন

নয়াদিল্লি: বাংলায় বেড়েই চলেছে সংক্রমণ৷ বাড়ছে মৃত্যুর সংখ্যাও৷ ৩১ অক্টোবর পর্যন্ত কনটেনমেন্ট জোনগুলিতে লকডাউন-সহ বাকি জায়গাগুলিতে একাধিক কড়াকড়ি শিথিল করে এর আগেই আনলক-৫ নির্দেশিকা জারি করেছিল কেন্দ্রীয় সরকার। বলা হয়েছিল, রাজ্যগুলি চাইলে আগামী ১৫ অক্টোবরের পর থেকে ধাপে ধাপে স্কুল ও কলেজ খুলতে পারে।

মঙ্গলবার সেই নির্দেশিকারই মেয়াদ বাড়াল স্বরাষ্ট্রমন্ত্রক। নির্দেশিকা অনুযায়ী, আগামী ৩০ নভেম্বর পর্যন্ত লকডাউন জারি থাকবে৷ সারা দেশে লকডাউন থাকবে কনটেইনমেন্ট জোনগুলিতে৷ তবে আগের মতোই বিভিন্ন রাজ্যের মধ্যে মানুষ ও পরিবহন চলাচল করতে পারবে৷ সামাজিক, ক্রীড়া, বিনোদন, সাংস্কৃতিক, রাজনৈতিক ও ধর্মীয় সমাবেশও ছাড় দেওয়া হয়েছিল পঞ্চম পর্যায়ের আনলকে। তবে উপস্থিতির সংখ্যা দু’শোর মধ্যে বেঁধে দেওয়া হয়েছিল।

নবান্ন সূত্রে খবর, পশ্চিমবঙ্গে বর্তমানে ৩ হাজার ৩৫২ টি কনটেইনমেন্ট জোন রয়েছে৷ এর মধ্যে শহর কলকাতায় মাত্র একটি৷ এছাড়া হাওড়ায় কনটেইনমেন্ট জোন ৫৯ টি৷ কলকাতা ও উত্তর ২৪ পরগনার পাশাপাশি উদ্বেগ বাড়াচ্ছে আরও কয়েকটি জেলার সংক্রমণ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *