হোয়াটসঅ্যাপে পেমেন্টস ফিচার

এখন থেকে ভারতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অন্যদের কাছে টাকা পাঠানো যাবে। এদেশের ২ কোটি মানুষের পক্ষে মেসেজ পাঠানোর মতই সহজ হবে মানি ট্রান্সফার করা। ব্যাংকে না গিয়ে বা নগদে না দিয়ে অতি সহজে ও নিরাপদে টাকা পাঠানো সম্ভব হবে। পেমেন্টস ফিচার যুক্ত করার জন্য হোয়াটসঅ্যাপ হাত মিলিয়েছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া-র (এনপিসিআই) সঙ্গে। এই পরিষেবা দেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহার করবে ইউনাইটেড পেমেন্ট ইন্টারফেস (ইউপিআই), ফলে ১৬০টিরও বেশি ব্যাংকের সঙ্গে লেনদেন সম্ভব হবে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্থ প্রেরণের জন্য ব্যাংকে অ্যাকাউন্ট ও ডেবিট কার্ড থাকার প্রয়োজন হবে। হোয়াটসঅ্যাপের অন্যান্য ফিচারের মতো পেমেন্টস ফিচারটিও সুরক্ষিত। এই ফিচার ব্যবহারের সময়ে প্রতিবারের পেমেন্টের জন্য পার্সোনাল ইউপিআই পিন এন্টার করতে হবে। হোয়াটসঅ্যাপ পেমেন্টস ফিচার ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপের ১০টি ভারতীয় ভাষার ভার্সনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *