বিগত কয়েকমাস ধরে মধ্যবিত্তকে ক্রমশ ভাবিয়ে তুলেছে আলুর বাজার মূল্য। এই আগুনলাগা দামের মাঝেই এবার ৩০ নভেম্বরের মধ্যে রাজ্যের সমস্ত হিমঘর খালি করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। বিপাকে হিমঘর মালিক ও আলু সংরক্ষণকারীরা। শুরু হয়েছে রাজনৈতিক চাপান উতোরও। এই পরিস্থিতিতে কিভাবে সরকারি নির্দেশিকা কার্যকর করা সম্ভব তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তৈরী হয়েছে। বর্তমানে খুচরো বাজারে জ্যোতি আলুর দাম ৪৫ থেকে ৫০ টাকা প্রতি কিলো।