হাসপাতালের ওয়ার্ড থেকে পলাতক ব্ল্যাক ফাঙ্গাস রোগী

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ থেকে পালিয়ে গেলেন মিউরমাইকোসিস কিংবা ব্ল্যাক ফাঙ্গাসে সংক্রমিত রোগী। আচমকাই নিখোঁজ হয়ে যান এক মহিলা রোগী। চিকিৎসকদের দাবি তিনি ব্ল্যাক ফাঙ্গাসে সংক্রমিত ছিলেন। ঘটনা নিয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল ফাঁড়িতে অভিযোগ জানানোর সিদ্ধান্ত হাসপাতাল কর্তৃপক্ষের।

ENT অর্ন্তবিভাগের কর্মীদের দাবি, ওই রোগী কিছুতেই হাসপাতালে ভর্তি থাকতে চাইছিলেন না। তিনি ভর্তির সময় এটি মোবাইল নম্বরও দিয়েছিলেন। সেই মোবাইলে যোগাযোগ করা হয়। ফোনের ওপারে থাকা যুবক মহিলার ছেলে হিসেবে পরিচয় দেন। তিনি মুর্শিদাবাদেই থাকেন। মা কয়েকদিন ধরে নিখোঁজ রয়েছে বলে জানায় যুবক। ফলে কীভাবে মহিলা মুর্শিদাবাদ থেকে শিলিগুড়িতে এলেন তা নিয়েও রহস্য রয়েছে।

বৃহস্পতিবার রাতেই মিউকরমাইকোসিসের রিপোর্ট পজিটিভ আসে ওই রোগীর। বাইরে থেকে আসছি বলে মহিলা ENT অর্ন্তবিভাগ থেকে বের হন। অভিযোগ, এরপর আর ফিরে আসেননি তিনি। কিছুক্ষণ পর সেখানকার কর্মীদের নজরে আসে বিষয়টি। তারপর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আধিকারিকদের বিষয়টি জানানো হয়। তবে কীভাবে নিরাপত্তা থাকা সত্বেও একজন রোগী পালিয়ে যেতে পারলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *