বিধ্বংসী গতিতে টেক্সাস উপকূলে আছড়ে পড়ল হারিকেন হান্না। হারিকেন হান্না ক্যাটাগরি ওয়ান ঘূর্ণিঝড় হিসেবে ৮০ মাইল বেগে টেক্সাস উপকূলে আঘাত হানে। এবং ঘূর্ণিঝড়টি ঘন্টায় আট মাইল বেগে পশ্চিম দিকে এগিয়ে যায়। ঘূর্ণিঝড়ের কেন্দ্র ছিল টেক্সাসের পোর্ট ম্যান্সফিল্ড থেকে ৫০ মাইল পূর্ব এবং উত্তর-পূর্ব দিকে। ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রচন্ড বৃষ্টি হচ্ছে।
ব্যাপক ক্ষয়ক্ষতি সেখানে। ইতিমধ্যে শুরু হয়েছে উদ্ধারকাজ। কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের কারণে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে বিপর্যয় মোকাবিলা দলকে। ঘূর্ণিঝড় হান্নার আঘাতের পর টেক্সাসের গভর্নর গ্রেগ আ্যবোট উদ্ধার কর্মীদের দ্রুত কাজ চালানোর জন্যে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি কেন্দ্রীয় সরকারকে জরুরি অবস্থা ঘোষণার অনুরোধ করেছেন গভর্নর।