কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী দেবশ্রী চৌধুরী ‘হাথরসের ঘটনা নিয়ে বিরোধী রাজনৈতিক দল দ্বারা রাজনীতি করার দাবি করেছেন . রবিবার শিলিগুড়িতে এক সাংবাদিক সম্মেলনে তিনি হাথরসের ঘটনা কে নিন্দনীয় আখ্যা দিয়ে বলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য পুরো ঘটনার তদন্ত সিবিআই হাতে তুলে দিয়েছেন। তিনি আশা প্ৰকাশ করেন সিবিআই তদন্তে বাস্তব তথ্য উঠে আসবে .
তিনি বলেন বাংলায় কোনো দলিত পরিবারের মেয়ের ধর্ষণ হলে তিনি পথে নামেন না ,কিন্তু বিজেপি শাসিত রাজ্যে কোনো ঘটনা ঘটলে তিনি পথে নামেন। এটা রাজনীতি ছাড়া আর কিছু নয় বলে অভিযোগ করেন। . পাশাপাশি তিনি বিরোধীদের এই ঘটনা নিয়ে অযথা রাজনীতি না করার পরামর্শ দেন ।প্রিয়াঙ্কা গান্ধী ও রাহুল গান্ধীদের হাথরস যাওয়ার সম্পর্কে তিনি বলেন বাংলা ও রাজস্থানে এই ধরণের ঘটনা ঘটলে তারা যান না।