স্বনির্ভরতার পাঠ দিচ্ছে সরকারি সংস্থা

আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষকে স্বনির্ভরতার পাঠ দিচ্ছে স্কিল শিক্ষণ সংস্থা ।জলপাইগুড়ি জন শিক্ষণ সংস্থান “মিনিষ্ট্রি অব স্কিল ডেভেলপমেন্ট এন্ড এন্ট্রেপ্রেনিউরশিপ গভর্নমেন্ট অব ইন্ডিয়ার সাহায্যপ্রাপ্ত একটি স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট ।সারা ভারতে মোট ২৪৮টি জন শিক্ষণ সংস্থান রয়েছে ।পশ্চিমবঙ্গে ৮ টি সংস্থা রয়েছে।উত্তরবঙ্গের কেবলমাত্র জলপাইগুড়িতেই এই সংস্থা আছে ।

সমাজে শিক্ষাগত এবং অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া ১৫ থেকে ৪৫ বছর বয়সী মানুষদের বৃত্তিমূলক প্রশিক্ষণ দিয়ে তাদের স্বনির্ভর করে গড়ে তোলাই এই সংস্থার এবং সরকারের মূল উদ্দেশ্য।এই উদ্দেশ্য সাফল্যমন্ডিত হলে আত্মনির্ভর ভারত গড়ে তোলা সম্ভব হবে ।জলপাইগুড়ি প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে সংস্থার তরফে শৈবাল বসু বলেন,” আমরা উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তের বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করতে উদ্যোগী হয়েছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *