স্থায়ীকরণের দাবিতে অনশন

কলেজ ক্যাজুয়াল এমপ্লয়িজদের অনশন ৩৬ দিন গড়াল। স্থায়ীকরণের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করার পরেও স্থায়ী সমাধান না হওয়ায় অনশনে বসেছে তাঁরা। জানা গেছে জলপাইগুড়ি আনন্দ চন্দ্র কলেজে অনশন মঞ্চে একমাস ধরে এই অনশন চলছে। ওয়েস্ট বেঙ্গল কলেজ ক্যাজুয়াল এমপ্লয়িজ সমিতির সদস্যদের দাবি যতদিন না পর্যন্ত সরকার তাদের দাবি পূরণ করছে ততদিন অনশন চলবেই। উল্লেখ্য কলেজের আংশিক শিক্ষকদের স্যাক্ট ভিত্তিতে রাজ্যসরকার নিয়োগ করলেও ঠিক একইভাবে কলেজের আংশিক কর্মচারীদের স্থায়িকরনের দিক থেকে তাঁরা বঞ্চিত হচ্ছেন। এই দাবিতে তারা সোচ্চার হয়েছেন অনশন মঞ্চে।

এদিন অনশন মঞ্চে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন প্রাক্তন সাংসদ তথা কংগ্রেস নেতা দেব প্রসাদ রায়। তিনি বলেন, ” আন্দোলনকারীদের দাবি আদায়ের লড়াইয়ে সব ধরনের সঙ্গে সহযোগিতা করবেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *