চায়ে পে চর্চায় বেরিয়ে স্থানীয়দের নানান অভাব- অভিযোগ-সমস্যার কথা শুনলেন জলপাইগুড়ির সাংসদ ড. জয়ন্ত কুমার রায় । এদিন সকাল সকাল জলপাইগুড়ি শহরের এক নম্বর ওয়ার্ড এবং তার পার্শ্ববর্তী এলাকায় মানুষজনদের সঙ্গে দেখা করলেন । রাস্তায় চা-দোকানদারের সঙ্গে বসে চা খেতে শুনলেন এলাকার সমস্যা । এলাকার প্রবীণ মানুষদের স্বাস্থ্য বিষয়েও এদিন খোঁজ নেন সাংসদ ।
এদিন “চায়ে পে চর্চা”য় সাংসদের সঙ্গে হাজির ছিলেন বিজেপির স্থানীয় মন্ডল , ওয়ার্ডের কার্যকর্তারা । জানা গেছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তরবঙ্গে আসার খবর শুনেই করোনা থেকে সুস্থ হয়ে উঠে দিল্লি থেকে সোজা নিজের ক্ষেত্রে চলে এসেছেন । যদিও স্বরাষ্ট্রমন্ত্রীর বদলে আগামী ১৯ অক্টোবর উত্তরবঙ্গে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ।