করোনা পরিস্থিতির উন্নতি হলে ৫ সেপ্টেম্বর সর্বপল্লি রাধাকৃষ্ণনের জন্মদিন থেকে ফের শুরু হতে পারে পঠনপাঠন। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বলেন, ‘সেপ্টেম্বরে স্কুল-কলেজ খোলা যায় কি না ভেবে দেখবে সরকার।’ স্কুল – কলেজ খোলা নিয়ে সরকার একটা প্রাথমিক পরিকল্পনা করেছে। মমতা জানান, স্কুল খুললেও রোজ স্কুলে যেতে হবে না পড়ুয়াদের। একদিন পর একদিন পঠনপাঠন হবে প্রতিটি ক্লাসে। এভাবেই পুজোর ছুটি পর্যন্ত চলবে পঠনপাঠন। গোটা পরিকল্পনার বাস্তবায়ন নির্ভর করছে করোনা পরিস্থিতি কোন দিকে গড়ায় তার ওপর।