সু-সংবাদ বাংলায় ডাক্তারি পড়ুয়াদের জন্য

ডাক্তারের অভাব রয়েছে বাংলাতে। এই সমস্যা বেশি করে প্রকট হয়েছে কোভিডের সময়ে। কেন্দ্রের কাছে রাজ্যের তরফে এমবিবিএস আসন বাড়ানো নিয়ে আবেদনও করা হয়েছিল। এই মর্মে মঙ্গলবার দুপুরে টুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন রাজ্যে ডাক্তারি পড়ার আসন বেড়ে হবে চার হাজার।

প্রতি বছরই রাজ্যের অনেক ডাক্তারি পড়ুয়াকে ভিন রাজ্যে পড়তে যেতে হয়। ফলে রাজ্যে আসন সংখ্যা বাড়ানো হলে সেই সমস্যা অনেকটাই লাঘব হবে। এদিন টুইট করে মুখ্যমন্ত্রী জানান, পুরুলিয়া সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে এই প্রথম এমবিবিএস পড়ুয়াদের ব্যাচ শুরু হচ্ছে।

প্রসঙ্গত, কয়েক দিন আগেই রাজ্যের স্বাস্থ্যক্ষেত্র আরও শক্তিশালী করার স্বার্থে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোভিড হাসপাতালগুলিতে আরও নার্স নিযুক্ত করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, শীঘ্রই ২৪৭৫ জন নার্স বাড়ানো হবে। আগামী কয়েক দিনের মধ্যেই তাঁদের নিয়োগ করা হচ্ছে। গত শুক্রবার নিট অর্থাত্‍ ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার ফল বেরিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *