নাগরিকদের জন্য সুখবর নিয়ে এল নির্বাচন কমিশন। এবার থেকে ভোটার কার্ড না থাকলেও ভোটদানের সুযোগ মিলবে। এবার আসতে চলেছে ডিজিট্যাল ভোটার আইডি কার্ড বা ই-এপিক কার্ড। প্রতিটি ই-এপিক কার্ডে থাকবে একটি করে আলাদা আলাদা সুরক্ষিত কিউআর কোড, সিরিয়াল নম্বর, ভোটদাতার ছবি, পার্ট নম্বর সহ একাধিক তথ্য।
মোবাইল বা কম্পিউটারে খুব সহজেই পিডিএফ ফর্মেটে ডাউনলোড করা যাবে এই ডিজিট্যাল ভোটার কার্ডটি। রেজিস্টা মোবাইল নম্বর থেকে ডাউনলোড করতে পারবেন এই ডিজিটাল এপিক কার্ড। দেশকে ডিজিট্যাল করার ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।