সাতমাসেও পরিষ্কার হয়নি ড্রেন, হাত লাগালেন স্থানীয়রা

দীর্ঘ সাতমাস ধরে পরিষ্কার হচ্ছে না নালা নর্দমা এমনটাই অভিযোগ মালদার ইংরেজবাজার পৌরসভায়। পৌরসভার ২৯ নং ওয়ার্ডবাসীর অভিযোগ কৃষ্ণপল্লী কলোনি এলাকায় দীর্ঘদিন ধরে সাফাইকাজ বন্ধ। লকডাউনে দেখা নেই সাফাইকর্মীদের।

। করোনা আবহে এমনিতেই আতঙ্কে রয়েছেন তারা, তার ওপরে নিকাশি নালার নোংরা উপচে পড়া পচা জল এখন ডেঙ্গুর আঁতুড়ঘরে পরিণত হয়েছে। তার ওপরে সাব পোকামাকড়ের উপদ্রব। ওয়ার্ড বাসীদের অভিযোগ দীর্ঘ কয়েক মাস ধরে জলমগ্ন তারা।নিয়মিত পরিষ্কার না হওয়া নর্দমার জল উপচে পড়ছে রাস্তায়। ঢুকছে বাড়িতে। পৌরসভার সুবিধা না পেয়ে বাধ্য হয়ে এলাকার মানুষের নিজেই নর্দমা পরিষ্কার করলেন।

এই বিষয়ে স্থানীয় বাসিন্দা শ্যামল ঘোষ জানান, ২৯ নম্বর এবং তিন নম্বর ওয়ার্ডের মাঝামাঝি এলাকায় অবস্থিত কৃষ্ণপল্লি বাপুজী কলোনি। দুই ওয়ার্ডের মাঝামাঝি অবস্থিত হওয়ায় সমস্ত রকম পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে তারা। বিগত কয়েক মাস ধরে নিকাশি নালার উপচে পড়া নোংরা জলে জলমগ্ন তারা। করোণা আবহের মধ্যে ডেঙ্গুর আঁতুড়ঘরে পরিণত হয়েছে এই নোংরা জল। তাই বাধ্য হয়ে আজ ওয়ার্ডবাসীর একত্রিত হয়ে নিকাশি নালা পরিষ্কারের উদ্যোগ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *