মুখ্যমন্ত্রী চাকরির প্রস্তুতি দিলেও চাকরি পাননি প্রাক্তন কেএলও লিংকম্যানরা। দ্রুত নিয়োগের দাবিতে জলপাইগুড়িতে এসে ধর্ণায় বসার হুমকি দিতেই তাদের সঙ্গে বৈঠক করলেন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার।এনিয়ে তারা হুমকিও দিয়ে রেখেছেন।তাদের দাবি সাতদিনের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন না হলে অনশনে বসবেন বলে জানা গেছে।
বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রাক্তন কেএলও লিঙ্কম্যানদের অভিযোগ, মুখ্যমন্ত্রী জলপাইগুড়িতে এসে তাদের ৬০০ জনকে হোমগার্ডের চাকরি দেবেন বলেছেন। যদিও এখনও সেই প্রকৃয়া শুরু হয়নি বলে অভিযোগ। বছরের পর বছর ধরে জেলে থাকার জন্য তাদের পরিবারের আর্থিক অবস্থা একেবারেই শোচনীয় হয়ে পড়েছে। বর্তমানে তারা জামিনে মুক্ত হলেও নিয়মিত হাজিরা দিতে দিতে ক্লান্ত হয়ে পড়েছেন। এমন পরিস্থিতিতে সকলকে বিনা শর্তে মুক্তি দেওয়ার দাবি জানান প্রাক্তন কেএলও লিঙ্কম্যানরা। পাশাপাশি সকলকে চাকরি দেওয়ার দাবি জানান তারা।জলপাইগুড়ি পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব টেলিফোনে জানান এবিষয়ে উর্ধতন কতৃপক্ষের সাথে কথা বলে সপ্তাহ খানেক পরে তাদের জানিয়ে দেওয়া হবে।