নানা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন প্রতিবন্ধীরা। আর এই অভিযোগ তুকে কালচিনি বিডিও অফিসের সামনে ধর্ণায় বসল কালচিনি দিব্যাঙ্গ সঙ্ঘ। ধর্ণার পাশাপাশি বিডিওকে ১১ দফার দাবিতে ডেপুটেশনও দেয় তারা। কালচিনি দিব্যাঙ্গ সংঘের সভাপতি অমিত লোহারা জানান যে আমরা প্রতিবন্ধীরা বিভিন্ন সরকারি সূযোগ সুবিধা থেকে বঞ্চিত আলিপুরদুয়ার জেলার কোনো সরকারি চাকরি নিয়োগে প্রতিবন্ধীদের অগ্ৰাধিকার দেওয়া হচ্ছেনা এছাড়া কালচিনি ব্লকে প্রতিবন্ধীদের স্বনির্ভর হবার জন্য কোনো প্রশিক্ষণ কেন্দ্র নেই এসমস্ত কিছুর দাবিতে আমরা দুই দিনের ধর্ণা কর্মসূচিতে সামিল হয়েছি যদি শীঘ্র আমাদের দাবি না পূরণ হয় তাহলে আমরা অনশন কর্মসূচিতে সামিল হব।